Waterproofing methods, Modern kitchen designs, Vaastu tips for home, Home Construction cost

Get In Touch

Get Answer To Your Queries

Select a valid category

Enter a valid sub category

acceptence


শ্রী কুমার মঙ্গলম বিড়লা

চেয়ারম্যান, আলট্রা টেক সিমেন্ট লিমিটেড

শ্রী কুমার মঙ্গলম বিড়লা হলেন $48.3 বিলিয়ন মার্কিন ডলারের বহুজাতিক আদিত্য বিড়লা গোষ্ঠীর চেয়ারম্যান, বিশ্বের ছয় মহাদেশ জুড়ে 35 টি দেশে এদের কারবার রয়েছে এর আয়ের 50 শতাংশের বেশি ভারতের বাইরে থেকে আসে।

birla

শ্রী কুমার মঙ্গলম বিড়লা

চেয়ারম্যান, 
আলট্রা টেক সিমেন্ট লিমিটেড

 

শ্রী কুমার মঙ্গলম বিড়লা হলেন $48.3 বিলিয়ন মার্কিন ডলারের বহুজাতিক আদিত্য বিড়লা গোষ্ঠীর চেয়ারম্যান, বিশ্বের ছয় মহাদেশ জুড়ে 35 টি দেশে এদের কারবার রয়েছে এর আয়ের 50 শতাংশের বেশি ভারতের বাইরে থেকে আসে।



বোর্ড অব ডিরেক্টর্স


শ্রীমতী রাজশ্রী বিড়লা

নন-এক্সিকিউটিভ ডিরেক্টর

birla

শ্রীমতী রাজশ্রী বিড়লা

নন-এক্সিকিউটিভ ডিরেক্টর

 

শ্রীমতী রাজশ্রী বিড়লা আদিত্য বিড়লা গোষ্ঠীর সমস্ত বড় কোম্পানিগুলির বোর্ডের একজন ডিরেক্টর। তিনি আদিত্য বিড়লা ম্যানেজমেন্ট কর্পোরেশন লিমিটেডের আদিত্য বিড়লা সেন্টার ফর কমিউনিটি অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের চেয়ারপার্সনেরও দায়িত্ব পালন করেছেন।

শ্রী অরুণ অধিকারী

ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর

birla

শ্রী অরুণ অধিকারী

ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর

অরুণ অধিকারী কানপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি এবং কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের প্রাক্তন ছাত্র। মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের হোয়ার্টন স্কুলে তিনি একটি অ্যাডভান্সড ম্যানেজমেন্ট প্রোগ্রামেও অংশ নিয়েছেন। তিনি 1977-এ হিন্দুস্তান লিভার লিমিটেডে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসাবে যোগদান করেন এবং ভারত, ব্রিটেন, জাপান এবং সিঙ্গাপুরে ইউনিলিভার গ্রুপের সাথে কাজ করেছেন। তাঁর দায়িত্বের ক্ষেত্রগুলির মধ্যে রয়েছে কৌশল, কর্পোরেট উন্নয়ন, বিক্রয়, উপভোক্তা গবেষণা এবং বিপণন, সাধারণ ব্যবস্থাপনায় সর্বোচ্চ সীমায় নিয়ে যাওয়া এবং নেতৃত্বের ভূমিকা। 2014 সালের জানুয়ারিতে রতিনি ইউনিলিভার থেকে অবসর গ্রহণ করে।

শ্রীমতী অলকা ভারুচা

ইন্ডিপিডেন্ট ডিরেক্টর

birla

শ্রীমতী অলকা ভারুচা

ইন্ডিপিডেন্ট ডিরেক্টর

 

শ্রীমতী অলকা ভারুচা মুলা অ্যান্ড মুলা অ্যান্ড ক্যারেজ ব্লান্ট অ্যান্ড কারোইতে তাঁর কর্মজীবন শুরু করেছিলেন, এবং 1992-এ অমরচাঁদ অ্যান্ড মঙ্গলদাসে পার্টনার হিসেবে যুক্ত হন। 2008-এ তিনি ভারুচা অ্যান্ড পার্টনার্সের সহপ্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠার পর থেকেই যেটি লন্ডনের আরএসজি কনসাল্টিংয়ে ভারতের শীর্ষ পনেরোটি কোম্পানির তালিকায় স্থান করে নিয়েছে। বছরের পর বছর ধরে, অলকা রয়েছেন চেম্বারস গ্লোবাল, লিগাল 500 এবং হু‘স হু লিগলে ভারতের শীর্ষস্থানীয় আইনজীবীদের মধ্যে স্থান পেয়েছেন। ভারুচা অ্যান্ড ব্রাদার্সে অলকা লেনদেন রীতির সভাপতিত্ব করেন। তাঁর দক্ষতার মূল ক্ষেত্রগুলি হলো সংযুক্তি এবং অধিগ্রহণ, যৌথ উদ্যোগ, প্রাইভেট ইক্যুইটি, ব্যাংকিং এবং ফিনান্স। ফিনান্সিয়াল সার্ভিস ক্লায়েন্টের পাশাপাশি যাঁরা ক্ষমতা ও লজিস্টিক সেক্টরে রয়েছেন তাঁদের জন্য কাজ করার এক বিশেষ অভিজ্ঞতা রয়েছে অলকার। খুচরো, প্রতিরক্ষা ও উৎপাদন ক্ষেত্রে বিনিয়োগের জন্য ট্রান্স-ন্যাশনাল কর্পোরেশনগুলির প্রতিনিধিত্ব করায় তিনি সক্রিয়ভাবে নিযুক্ত রয়েছেন।

শ্রী সুনীল দুগ্গল

ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর

birla

শ্রী সুনীল দুগ্গল

ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর

 

শ্রী সুনীল দুগ্গল টেকনোলজি অনার্সের স্নাতক (ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিং) বিআইটিএস, পিলানি থেকে এবং কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট থেকে বিজনেস ম্যানেজমেন্ট (মার্কেটিং)-এ একজন পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমাধারী। শ্রী দুগ্গল 1994-এ ডাবর ইন্ডিয়া লিমিটেডে যোগ দেন এবং 2002 থেকে 2019 পর্যন্ত 17বছর ধরে এফএমসিজি মেজরের সিইও হিসেবে কাজ করেছেন, এফএমসিজি মেজরের দীর্ঘতম কর্মরত সিইও হয়ে উঠছেন। ইন্দো-তুর্কি জেবিসি এবং ফুড প্রসেসিংয়ের এফআইসিসিআই কমিটির মতো অসংখ্য কমিটির সভাপতিত্ব ও সহ-সভাপতিত্ব করেছেন শ্রী দুগ্গল। অসংখ্য শংসাপত্রে সম্মানিত যেমন তিনবার বছরের এফএমসিজি সিইও হয়েছেন এবং বেশ কয়েকবার ভারতের শীর্ষস্থানীয় সম্পদ স্রষ্টাদের মধ্যে জায়গা করে নিয়েছেন। ব্যবসা এবং সামাজিক ক্ষেত্রে কৃতিত্বের জন্য 2019 সালে কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট তাঁকে বিশিষ্ট অ্যালুমনাস পুরস্কারেও সম্মানিত করেছিল।


শ্রী অতুল দাগা

পূর্ণসময়ের ডিরেক্টর ও চিফ ফাইনান্সিয়াল অফিসার

birla

শ্রী অতুল দাগা

পূর্ণসময়ের ডিরেক্টর ও চিফ ফাইনান্সিয়াল অফিসার

 

শ্রী অতুল দাগা আলট্রাটেক সিমেন্ট লিমিটেডের পূর্ণসময়ের ডিরেক্টর ও চিফ ফাইনান্সিয়াল অফিসার। আলট্রাটেকে তিনি বিভিন্ন উদ্যোগের দায়িত্ব গ্রহণ করেছেন, যেমন বিনিয়োগকারীদের সঙ্গে সম্পর্ক রক্ষা করার জন্য একটি জোরালো প্ল্যাটফর্ম তৈরি করা, এম অ্যান্ড এ সুযোগগুলির মূল্যায়ন করা, এবং দেশীয় আর্থিক বাজারে দীর্ঘমেয়াদী ঋণগ্রহণ বাড়ানোর জন্য নতুন বেঞ্চমার্ক স্থাপন করা। তিনি শিক্ষাগত যোগ্যতায় একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, 29 বছরের বেশি অভিজ্ঞতা আছে, যার মধ্যে দুই দশকের বেশি তিনি আদিত্য বিড়লা গ্রুপে রয়েছেন। তিনি 1988 সালে তৎকালীন ইন্ডিয়ান রেয়ন লিমিটেডের একটি ডিভিশন রাজশ্রী সিমেন্টে গ্রুপে যোগদান করেছিলেন। তিনি স্বর্গত শ্রী আদিত্য বিড়লার এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছিলেন, তখন তিনি সিমেন্ট, অ্যালুমিনিয়াম, কার্বন ব্ল্যাক ও ভিএসএফ ও রাসায়নিক ব্যবসায়গুলির সঙ্গে খুব কাছাকাছি থেকে কাজ করেছেন। শ্রী দাগা আদিত্য বিড়লা ম্যানেজমেন্ট কর্পোরেশন প্রাইভেট লিমিটেডের কর্পোরেট ফাইনান্স গ্রুপে কর্পোরেট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের পোর্টফলিও ওনার হিসেবে কাজ করেছিলেন। 2007 সালে তিনি আদিত্য বিড়লা রিটেল লিমিটেডের স্টার্ট-আপের অর্থব্যবস্থা কার্যকলাপের প্রধানের পদে স্থানান্তরিত হয়েছিলেন। 2010 সালে তিনি চিফ ফাইনান্সিয়াল অফিসারের পদ গ্রহণ করে একটি শক্তিশালী টিম গঠন করেছিলেন। 2014 সালে শ্রী দাগা আলট্রাটেক সিমেন্ট লিমিটেডের চিফ ফাইনান্সিয়াল অফিসারের পদ গ্রহণ করেছিলেন।


বোর্ড কমিটি


Download

Terms and Conditions of Independent Director

Download

Familiarisation Programme

Download

Notice from Shareholder 2021



Loading....